যশোরের অভয়নগরে কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিল অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোজা রেখে ছাত্রলীগ নেতৃবৃন্দ ধান কাটায় অংশগ্রহণ করেন। নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমডাঙ্গা এলাকার কৃষক নিজাম উদ্দিনের ধানক্ষেতে ধান কাটা কর্মসূচিতে অংশ নেয় ছাত্রলীগ। উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল আল মামুন আকাশ, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক তারিম আহমেদ ইমন, কলেজ ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, পৌর ছাত্রলীগ নেতা মাসুদ শিকারী, পৌর ছাত্রলীগ নেতা শ্রাবণ ইসলাম ইমন, সোহেল ফকির, পায়রা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নিশান, নওয়াপাড়া পৌর ১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাসেদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইব্রাহিম, শ্রীধরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম তুর্জ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা জিহাদ হোসেন, হাসিবুল ইসলাম জীবন, মোহাম্মদ আলী, আলামিন হোসেন প্রমুখ। উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল আল মামুন আকাশ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং যশোর জেলা ছাত্রলীগের সার্বিক নির্দেশনায় অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ কৃষকদের পাশে থেকে ধান কাটা কাজ অব্যাহত রাখবে।
#আপন_ইসলাম