বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইলে কর্মরত এসআই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু 

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৬:০১ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ লাইনে চিকিৎসাধীন অবস্থায় মো. নাজিম উদ্দিন (৪১) নামে এক এমআই’র মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত এসআই নাজিম উদ্দিন (নিরস্ত্র) ময়সনসিংহ জেলার নান্দাইল থানায় কর্মরত ছিলেন। তিনি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।
বিষয়টি  নিশ্চিত করেছেন নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ। তিনি বলেন, গত মার্চ মাসের ২৭ তারিখ এসআই নাজিম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনায় আক্রান্ত হওয়ার পর এপ্রিল মাসের ৪ তারিখ পর্যন্ত বাসায় চিকিৎসা নেয়ার পর শারীরিক অবস্থা খারাপ হওয়ার হলে পরদিন ৫ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তিনি মারা যান।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
করোনায় জীবন উৎসর্গকারী এসআই (নিরস্ত্র) নাজিম উদ্দিনের মৃত্যুতে পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মোহা. আহমার উজ্জামান, পিপিএম-সেবা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।তার মৃত্যুতে ময়মনসিংহ জেলা পুলিশ পরিবারের প্রতিটি সদস্য শোকাহত। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর