নিজস্ব প্রতিবেদক:
সরকারের তথ্য মন্ত্রালয়ের নিদের্শনা মোতাবেক বান্দরবান জেলার লামা তথ্য অফিস এর তত্ত্বাবধানে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লামা উপজেলা ব্যাপী বিভিন্ন সচেতনতামূল বার্তা প্রচার প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছে । উপজেলা তথ্য অফিসের প্রচার কর্মীরা লামা পৌর এলাকাসহ তিন উপজেলার সকল ইউনিয়নের প্রায় সকল গ্রামগঞ্জে ও হাট-বাজারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় করণীয় বিষয়ে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য সচেতনতামূলক বার্তা প্রচার করছে ।
এক্ষেত্রে প্রত্যন্ত গ্রামেগঞ্জে ও হাট-বাজারে নিয়মিতভাবে মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সেক্ষেত্রে সাবান দিয়ে ঘন ঘন হাত ধৌয়া, হাত না ধুয়ে চোখ,মুখ ও নাক স্পর্শ না করা, হাঁসি, কাঁশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা,মুখে ও নাকে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা,বাড়িতে অবস্থান করা, গণজমায়েত না হওয়া, হোম কোয়ারান্টাইন এবং জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক জারীকৃত গণবিজ্ঞাপ্তিসমূহ মাইকিং এর মাধ্যমে প্রচার করছে।
এর ফলে জেলার মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। লামার উপজেলা তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী জানান, বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) প্রতিরোধ কল্পে আমরা শুরু থেকে তিন উপজেলায় (লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি) প্রত্যন্ত গ্রামেগঞ্জে ও হাট-বাজারে নিয়মিতভাবে তথ্য অফিসের সচেতনতামূলক বার্তা প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছি। এছাড়া করোনায় আক্রান্ত ব্যক্তিরা কোন পাপ বা অভিশাপযুক্ত নয়,এটি বৈশ্বিক মহামারি সবার মানবিকভাবে বেচেঁ থাকার অধিকার রয়েছে।