শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
নিজের জন্মদিনে ৩০জন অসহায়দের মাঝে খাবার বিতরণ করলেন স্বপ্নজয় বাংলাদেশের স্বেচ্ছাসেবী মোঃ জাহিদ হাসান। শুক্রবার (৫ জুন) সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ও বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় ও দুস্থদের মাঝে এই খাবার বিতরণ করা হয়। জানা গেছে জন্মদিনের আনন্দকে একটু অসহায় ও দুস্থদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ও মানব সেবার জায়গা থেকেই এমন ব্যাতিক্রমি উদ্যোগ নেয়া হয়।
অভুক্ত ও সামান্য কিছু খেয়ে দিনপাত করা মানুষগুলো হঠাৎই খাবার হিসেবে বিরিয়ানি পেয়ে যেন সত্যিই ঠোঁটের কোনে কিছুক্ষণের জন্য একটু তৃপ্তির প্রকাশটাই যেন নাড়া দেয় এমনি জানালেন স্বেচ্ছাসেবী মোঃ জাহিদ হাসান। তিনি বলেন, হয়তো ইচ্ছা থাকলেও সর্বদা এটা করা সম্ভব হয়না। আমরা স্বপ্নজয় বাংলাদেশ সংগঠন এর পক্ষ থেকে সবসময়ই চেষ্টা করি অসহায় ও দুস্থদের পাশে থাকার। তবে এবার আমার জন্মদিনে একটু ব্যাতিক্রমি কিছু করার চেষ্টা করলাম।
যারা এই সামান্য খাবার পেয়েই এতোটা খুশি হয়েছেন আজকের এই শুভ দিনটা তাদের সঙ্গে কাটাতে পারাটাও অনেক সৌভাগ্যের। আল্লাহ চাইলে ভবিষ্যতেও এটা ধরে রাখবেন বলেও জানান তিনি। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বপ্নজয় বাংলাদেশ এর স্বেচ্ছাসেবী সামিউল ইসলাম শুভ, জাহিদ হাসান, রাশিদুল ইসলাম, রাশিদুল ইসলাম ২, হাকিম প্রমুখ।