দেশের অন্যান্য স্থানের ন্যায় নওগাঁর আত্রাইয়েও লকডাউন পালিত হচ্ছে। কোভিড-১৯ প্রতিরোধে সরকারের গৃহিত কর্মসূচি বাস্তবায়নে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে।
অন্যান্য দিনের ন্যায় গতকাল সোমবারও লকডাউনের আওতায় যে সব দোকানপাট সেগুলো বন্ধ থাকতে দেখা গেছে। যানবাহন চলাচল ছিল খুবই সীমিত। এদিকে লকডাউন কার্যকর করতে দিনে ও রাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, লকডাউন বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সেই সাথে বোরো ধান কাটতে আসা শ্রমিকদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতেও আমরা প্রস্তুত রয়েছি।
#CBALO/আপন ইসলাম