কে,এম আল আমিন : প্রাণঘাতী করোনা ভাইরাসে কর্মর্হীন,হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন আন্তর্জাতিক এনজি সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপি। আজ মঙ্গলবার সকাল ১০ টায় কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আইডি ভুক্ত ১১ টি স্কুলের ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি চাউল,১ কেজি ডাউল, ১ কেজি লবণ,১ লিটার তেল,সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনায় কর্মহীন, অভাবগ্রস্থ ও অসহায় পরিবারের সদস্যরা সামাজিক দুরত্ব বজায় রেখে কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সব ত্রাণ সহায়তা গ্রহন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সিডিসির সভাপতি বাহারুল ইসলাম,নলকা সিডিপির ম্যানেজার কর্ণেল কস্তা,এডমিন অফিসার কিরণ বাড়ৈ,আইজি অফিসার হরিপদ রায়,ভলেন্টিয়ার লিডার কাওছার আহমেদ,কো-অপারেটিভ চেয়ার পার্সন রোজিনা খাতুন,এসএস সাপোর্টার ইকবাল হাসান সহ অনেকে।