বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াশে কয়েক কোটি টাকা মূল্যের কষ্ঠি পাথরসহ আটক

মোঃ মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ৯:২৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশে কয়েক কোটি টাকা মূল্যের প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তি (কষ্ঠিপাথর) সহ ৩জনকে আটক র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব- ১২ সদস্যরা।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে তাড়াশ থানার বৈদ্যনাথপুর গ্রাম থেকে প্রাচীন প্রতুতাত্ত্বিক (কষ্ঠিপাথর) বিষ্ণুমূর্তিসহ ৩সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, তাড়াশ উপজেলার কুসুমদী এলাকার শ্রী অন্তিম সরকারের ছেলে শ্রী রাম সরকার (৩৮), পেঙ্গুয়ারী এলাকার নিজাম উদ্দিনের ছেলে গোলাম সাকলাইন (৪০) ও বৈদ্যনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৫০)।

র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমান পিএসসি সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৈদ্যনাথপুর গ্রামে চোরকারবারিদের মাধ্যমে কষ্ঠিপাথর বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ সদস্যরা।

এ প্রাচীন প্রতুতাত্ত্বিক কষ্ঠিপাথর সাদৃশ্য (কালো রংয়ের ৩৩.৫ কেজি ওজনের) বিষ্ণুমূর্তি অবৈধভাবে চোরাকারবারিদের মাধ্যমে ক্রয়-বিক্রয়ের সময় ওই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের নিকট থেকে ২টি মোবাইল জব্ধ করা হয়। গ্রেফতারকৃত অসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা ও উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর