সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়নে গ্রামীণ প্রায় সোয়া এক কিলোমিটার সড়ক ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীদের অর্থের যোগানে নির্মাণ করা হচ্ছে আজ বুধবার সড়কটির নির্মাণ কাজ শুরু হয়েছে।
সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শ্রীবাড়ী ব্রীজ থেকে মোহনপুর গ্রামমুখী প্রায় সোয়া এক কিলোমিটার সড়ক নির্মাণে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যায় হবে। এর অর্ধেক অর্থ তিনি ব্যক্তিগতভাবে দিচ্ছেন। বাকী অর্থের যোগান শ্রীবাড়ী ও মোহনপুর গ্রামবাসীরা দিচ্ছেন। সকালে সড়কটির নির্মাণ কাজ উদ্বোধন করেন সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মশিউর রহমান স্বপন, ইউনিয়ন ছাত্র লীগের শাহীন রেজা প্রমুখ।
#CBALO/আপন ইসলাম