সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার সলপ ইউনিয়নের দেড়’শ জন উপকারভোগীর মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে কোভিড-১৯ মোকাবেলা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য উপকরনাদি বিতরণ করা হয়েছে। বিকেলে সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে এলজিএসপি-৩ এর অর্থয়ানে স্বাস্থ্য উপকরনাদি হাত ধোয়া সাবান, ব্লিচিং পাউডার ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। অতিথি হয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু প্রমুখ।
#CBALO/আপন ইসলাম