রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনায় প্রথম দিনের লকডাউন ঢিলেঢালা মাঠে নেমেছে প্রশাসন কঠোর অবস্থানের ঘোষনা

মো:মামুন হোসেন পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৫ এপ্রিল, ২০২১, ৯:২০ অপরাহ্ণ

সারা দেশব্যাপী লকডাউনের প্রথম দিনে পাবনায় তেমন কোন প্রভাব পরেনি। শহর জুড়ে যানজট লক্ষ্য  করা গেছে।  ছোট গণ পরিবহনসহ সল্প কিছু দূরপাল্লার বাস চলতে দেখো গেছে হাইওয়েতে। শহর এবং বাজার গুলোতে সাধারন মানুষের উপচেপড়া ভীড় দেখা গেছে লকডাউনের প্রথম দিনে।
করোনার এই মহামাড়ি প্রতিরোধের জন্য আজ দুপুরের দিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথ ভাবে মাঠে নামে। প্রথম দিনের লকডাউন এর বিষয়ে শহরে গুরুত্বপূর্ন স্থানে অভিযান করে। প্রথম দিনের লকডাউন কার্যক্রমে সাধারণ মানুষসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সরকারের দেয়া লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ ও সতর্কতা করেন। আগামী কাল থেকে এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের কথা জানান।
এদিকে লকডাউন পরিস্থিতির কারনে প্রতিদিনের খেটে খাওয়া সাধারন মানুষ পরেছে বেশি বিপাকে। অপরদিকে কর্মসংস্থানসহ জেলার বিভিন্ন প্রান্তে যাতায়াত করা সাধারণ মানুষও পরেছে বেশ বিপাকে। করোনার জন্য এই সময়ে হঠাৎ করে লকডাউন দেয়ায় সরকারের সাহায্য সহযোগিতা প্রত্যাশা করেছেন নিম্ন আয়ের মানুষ । পেটের দায়ে তাদের মাঠে নামতে হচ্ছে বলে জানান তারা।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর