করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা-নির্মাতা আবুল হায়াত। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছোট মেয়ে নাতাশা।
নাতাশা বলেন, পজিটিভ হওয়ার পর গতকাল রাতে অল্প কিছু সিম্পটম নিয়ে আব্বুকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তিনি বেশ স্ট্যাবল আছেন। চিকিৎসকদের নজরদারিতে আছেন।
তিন সপ্তাহের মধ্যে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে এ প্লাস প্লাজমা চেয়েছেন নাতাশা। এ ছাড়াও ফোন কল ও এসএমএস না করার জন্য সবাইকে আহ্বান করেছেন তিনি। নাতাশা বলেন, ‘আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি।
এমন সময় সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের ফোন না করে আপনারা আব্বু ও আমার পরিবারের সদস্যদের জন্য একটু দোয়া করবেন’।
#CBALO/আপন ইসলাম