পাবনার আটঘরিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদার সহিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়। সকল সরকারি/আধা সরকারি স্বায়াত্বশাসিত এবং বেসরকারি ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, ও সর্বস্তরের জনগণের সমন্বয়ে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক মুক্তিযুদ্ধের অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পণ করা হয়।
পরে সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেওয়া হয়। এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ হাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক,বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ প্রমূখ। আলোচনা সভাটি পরিচালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ টিটু।
#CBALO/আপন ইসলাম