রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক হিসাব-নিকাশ ব্যতিরেকেই বেহেশতে প্রবেশ করবে। তারা হলো, মন্ত্রতন্ত্র দ্বারা যারা ঝাড়-ফুঁক করায় না, অশুভ লক্ষণাদিতে বিশ্বাস করে না এবং তারা শুধু তাদের প্রতিপালকের ওপরই ভরসা করে।” (বুখারি ও মুসলিম)
আরশের ছায়ায় যারা আশ্রয় পাবেন যারা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাঁর আরশের ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তারা হলেনঃ
(১) ন্যায়পরায়ণ শাসক।
(২) সেই যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়।
(৩) সেই ব্যক্তি যার অন্তর মসজিদসমূহের সাথে লটকে থাকে (মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে)।
(৪) সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টিলাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে; যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন হয়।
(৫) এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী (খারাপ কাজে) আহ্বান করেছে, কিন্তু সে তাকে এই বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি।
(৬) এমন ব্যক্তি যে এত গোপনে দান-সদকা করেছে যে তার ডান হাত কী দান করেছে তার বাম হাতও তা জানতে পারেনি।
(৭) যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং দু’চোখ দিয়ে তার অশ্রু প্রবাহিত হয়।” (বুখারী, মুসলিম)
#CBALO/আপন ইসলাম