খনও পর্যন্ত করোনা ভ্যাকসিন হিসেবে যেসব টিকা বেড়িয়েছে তা সবই সূচের মাধ্যমে। কিন্তু এবার আর সূচ নয়! ক্যাপসুল খেলেই সাড়বে করোনা রোগ। এমনই ক্যাপসুল প্রস্তুত করবে ভারতের ওষুধ নির্মাতা সংস্থা ফার্ম প্রিমাস বায়োটেক। আর প্রয়োজন পড়বে না টিকা নেবার জন্য সূচের। বিজ্ঞানীদের লক্ষ একটাই, যত তাড়াতাড়ি ভ্যাকসিন মানবদেহের রক্তরসের সাথে মিশবে! তত তাড়াতাড়ি মানবদেহে গড়ে উঠবে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা। জানা যায়, পরীক্ষাগারে প্রস্তুত কিছু কৃত্রিম প্রোটিনের দ্বারা এই ক্যাপসুল তৈরি হবে।
#CBALO/আপন ইসলাম