বিষেশ প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় চাচা রহিম কর্তৃক ভাতিজি ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে এলাকার একাধিক ব্যাক্তি প্রায় ৫০ হাজার টাকা চাদা আদায় করেছে ধর্ষকের কাছ থেকে। নামধারী সাংবাদিক,নেতা সহ কয়েক ব্যাক্তির নাম উঠে এসেছে চাদা আদায়ের বিষয়ে। জানা যায় নগরঘাটা সিরাজের বাশতালার বাসিন্দা মৃত সোবহানের ছেলে রহিম মোড়ল তারি ভাতিজা ১৭কে জোরপূর্বক ধর্ষন করে।
ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে এলাকার কয়েকজন নামধারী সাংবাদিক, নেতা সহ বেশ কয়েকজন ব্যক্তি ধর্ষণকারীর কাছ থেকে মামলার ভয় দেখিয়ে প্রায় ৫০ হাজার টাকা চাদা আদায় করেছে। এবিষয়ে ধর্ষণকারী রহিমের সাথে যোগাযোগ করা হলে সে ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধিকে টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।অন্যদিকে ধর্ষিত মেয়েটিকে মামলা না করে সেজন্য ভয়ভিতি দেখানো হয়েছে।
বিষয়টি পাটকেলঘাটা থানা পুলিশ অবহিত আছে, এদিকে ধর্ষিত মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ না করায় ধর্ষককের আইনের আওতায় আনা সম্ভাব হচ্ছে না। এহেন ঘৃন অপরাধের মুল হোতা যেন দৃষ্টান্ত মূলক শাস্তি পায় সেজন্য জেলা পুলিশ সুপারের আশু হস্হক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।