দেশব্যাপী কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় পাবনা জেলা পুলিশের উদ্যোগে সচেতনামূলক র্যালি ও মাস্ক বিতরণ করা হয়েছে। (২১ মার্চ) রবিবার বেলা ১১ টায় জেলা পুলিশ লাইন্স থেকে একটি সচেতনামূলক র্যালি বের হয়ে শহরের গুুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় সাধারণ মানুষের মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি মানার আহবান করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি রেজাউল রহিম লাল, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার প্রমুখ।
#CBALO/আপন ইসলাম