পাবনা জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু ও সাধারন সম্পাদক হিমেল রানাকে দল থেকে আজিবন বহিস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছা সেবকদলসহ অংগ সংগঠনের নেতা-কর্মীরা। (২১ মার্চ) দুপুরে পাবনা জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসুচী পালন করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মো. তুষার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন।
বক্তরা যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে টাকার বিনিময়ে অযোগ্য লোকদের দিয়ে থানা ও পৌর কমিটি সহ বিভিন্ন উপজেলা কমিটি গঠন করার অভিযোগ করেন। এজন্য কেন্দ্রীয় যুবদল তাদেরকে শোকজ করেছে। স্থানীয় নেতা কর্মীদের দাবি শোকজ নয় তাদের বহিস্কার করে জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হোক এবং সেই সাথে রাজপথের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠনের আহবান জানান তারা। সমাবেশ থেকে খালেদা জিয়ার সাবেক ব্যাক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে অবাঞ্চিত ঘোষনা করা হয়।
এ সময় সমাবেশে নেতা কর্মী হুসিয়ারি দিয়ে বলেন, আমাদের দাবি না মানা হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবো। এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পাবনা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম