পাবনা আতাইকুলা থানার ছাদে উঠে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হাসান আলী (২৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছেন। রবিবার (২১ মার্চ) সকালে থানার ছাদের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। থানা সূত্রে জানা যায়, এক মাস আগে আতাইকুলা থানায় যোগ দেন হাসান আলী। থানার ছাদে শনিবার (২০ মার্চ) দিবাগত রাত ২টার পর থেকে রবিবার ভোর পর্যন্ত কোনো এক সময় নিজ পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। রবিবার সকালে তার মরদেহ পাওয়া যায়। সেখানে তার মুঠোফোনের সিমটিও ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে মুঠোফোনে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। আতাইকুলা থানার পু্লেিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, প্রকৃত ঘটনা এখনো জানা যায়নি। পারিবারিক অশান্তি অথবা প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে । তবে এ রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে।
#CBALO/আপন ইসলাম