পাবনার চাটমোহরে নানা কর্মসূচীতে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ফানুস উড্ডয়ন, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তর্বক অর্পন, চিত্রাংক প্রতিযোগিতা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল নয়টায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, চাটমোহর পৌর সভা, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমল্পেক্স, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক, এনজিওসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধ ম্যুরালে পুষ্পস্তর্ক অপর্ণ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন ইসলাম প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম