কে,এম আল আমিন :
গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে একটি মাইক্রো যাহার নম্বর ( ঢাকা মেট্রো-চ-৫২-০১৬২) সহ ২ ছিনতাইকারীকে আটক করেছে সিরাজগন্জের সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। ছিনতাইকিরীরা হলো, নওগাঁর হাসান আলী (৩৫) ও বগুড়ার আব্দুস সালাম (৩২)। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাট এলাকা থেকে মাইক্রোটি উদ্ধার করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খায়রুল ইসলাম জানান, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল গতকাল রাতে ঢাকার উত্তরার বাসিন্দা ব্যবসায়ী রায়হান আলীর এই মাইক্রোটি ছিনতাই করে। পরে মাইক্রো মালিক ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওসি খায়রুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে একদল পুলিশ ২ ছিনতাইকারী সহ মাইক্রোটি উদ্ধার করে।