আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি কী এবার সংসারের মায়া কাটিয়ে সন্ন্যাসী হয়ে গেলেন! এই প্রশ্নই ঘুরতে শুরু করেছে ধোনি ভক্তদের মনে।
শনিবার রাতে ধোনির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি দেখে সকলের চোখ বিস্ফোরিত! কারণ, ছবিতে দেখা যাচ্ছে ধোনি মুণ্ডিতমস্তক। পরনে বৌদ্ধ সন্ন্যাসীর পোশাক। তাহলে কি ক্রিকেট ছেড়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছেন ধোনি!
আইপিএল শুরুর সময় ঘনিয়ে আসছে। ধোনির কোটি কোটি ভক্ত, যারা হেলিকপ্টার শট দেখার জন্য অধীর অপেক্ষা রয়েছেন, তারাও যেন বাকরুদ্ধ।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ লিখেছে, ‘চেন্নাই দলে খোঁজ নিয়ে জানা গেল, ধোনি মোটেও সন্ন্যাসী হয়ে যাননি। রয়েছেন ক্রিকেট মাঠেই।’ চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এই তো পাঁচ মিনিট আগে প্র্যাকক্টিস শেষ করলেন ধোনি!’
তাহলে মুণ্ডিতমস্তক রূপ কীসের? জানা গেছে, এটা আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের কোনো প্রচারমূলক ছবি। ওই চ্যানেল থেকেই ধোনির ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে।
ছবিটির নীচে লেখা, মার্শাল আর্টের ট্রেনিং ক্যাম্পে তোলা ছবি। যদিও স্পষ্ট করে কিছু বলা হয়নি চ্যানেলের পক্ষ থেকে।
#CBALO/আপন ইসলাম