নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে ৪৮০ পিচ ইয়াবাসহ পূর্ব গোবড়াকুড়া গ্রামের রুমেলা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। পুলিশ জানায়, গত রাতে হালয়াঘাট থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পুর্ব গোবড়াকুড়া গ্রামের রুসমত আলীর বাড়ী থেকে তাকে আটক করে। এ সময় রুসমত আলী ও দুলাল মিয়া নামে দুই ইয়াবা ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনজনকে আসামী করে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন পুলিশের সাব-ইন্সপেক্টর শামসুর রহমান।
উল্লেখ্য আটককৃত আসামী রুমেলা খাতন রুসমত আলীর স্ত্রী। এ ঘটনা স্বীকার করে হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, জড়িতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজো হয়েছে এবং আটককৃত নারী রুমেলা খাতুনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সংরক্ষিত।