কে,এম আল আমিন :
প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কোমলমতি শিশুদের প্রাথমিক শিক্ষা দানের অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে কিন্ডার গার্টেন স্কুলগুলো। সিরাজগন্জের সলঙ্গা থানায় প্রায় ৪০ টি বেসরকারি কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে লক ডাউনের কারনে স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারনে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন-যাপন করছেন তারা। গত ফেব্রুয়ারী মাস হতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা পাচ্ছেন না বলে ঐ সকল কিন্ডার গার্টেন স্কুলের ভুক্তভোগী শিক্ষকরা জানিয়েছেন। এদিকে, সলঙ্গার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক/ প্রধান শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, মাসিক বেতন আদায়ের উপর শিক্ষকদের বেতন নির্ধারন করায় স্কুলে অতিরিক্ত কোন অর্থ অবশিষ্ট থাকে না।
আবার অনেক শিক্ষক টিউশনি করে পরিবার পরিচালনা করে থাকেন। হঠাৎ করে দেশে মহামারী করোনার আঘাতে এ সমস্ত পরিবারে দূর্যোগ নেমে এসেছে। সলঙ্গা থানায় প্রায় ৪০ টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডার গার্টেন স্কুল গুলোতে নাম মাত্র বেতনে চাকুরী করেন প্রায় ৩৫০ জন শিক্ষক। তারা নিজেরাই এই ৩৫০ টি পরিবারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। যেহেতু বিদ্যালয়ের শিশু-শিক্ষার্থীদের বেতন ও কোচিং ফি থেকেই শিক্ষকদের বেতন ভাতা প্রদান করা হয়ে থাকে, প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে এখন শিক্ষকদের বেতন পাওয়ার কোন সম্ভাবনাই নেই।
সলঙ্গা থানার সকল কিন্ডার গার্টেন স্কুলের পক্ষ হয়ে সলঙ্গার মোস্তফা প্রি- ক্যাডেট স্কু্ল এর অধ্যক্ষ জনাব মোস্তফা জামান সাংবাদিকদের জানান, কিন্ডার গার্টেন স্কুল গুলো সরকার বা অন্য কোন সংস্থার কোন প্রকার সহযোগীতা ছাড়া সম্পুর্ণ ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত। করোনার কারনে স্কুলগুলো বন্ধ থাকায় আমরা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছি। হাটিকুমরুল রোডে অবস্থিত ক্রিয়েটিভ মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আকন্দ বলেন, আমরা একটি শিক্ষিত সমাজ। দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের পরিবার পরিজন নিয়ে কিভাবে সংসার চালাব। এ ছাড়াও সলঙ্গার আদর্শ ইসলামী কেজি স্কুল,নলকার এরান্দহ শাহজাহান আলী কেজি স্কুল, হোড়গাতী কেজি স্কুল,জ্ঞানের আলো কেজি স্কুল সহ থানার সকল কেজি স্কুলের শিক্ষকদের আর্তনাদ,স্কুলের শিক্ষার্থীদের মাসিক বেতনের উপরই ছিল আমাদের ভরসা।
কয়েক মাস ধরে স্কুল বন্ধ থাকার কারনে অভিভাবকরা আর স্কুলের বেতন দিচ্ছে না। তাই আমরা পরিবারের লোকজন নিয়ে অর্ধাহারে- অনাহারে দিনাতিপাত করছি। এ বিষয়ে আমরা বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষোষিত ৭২ হাজার ৫০০ কোটি টাকার প্রনোদনা প্যাকেজ এর আওতায় এনে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের সহায়তা ও পরিবার বাঁচানোর জন্য অনুরোধ করছি। থানার এ সকল ভুক্তভোগী শিক্ষকদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে মোস্তফা প্রি- ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামান সলঙ্গা থানায় সাড়ে ৩ শত শিক্ষকদের এবং তাদের পরিবার বর্গের ক্ষুধা নিবারণ সহ মানবেতর জীবন-যাপনের হাত থেকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা থেকে অর্থ ছাড়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রায়গন্জ,তাড়াশ- সলঙ্গার প্রাণপ্রিয় এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপির জরুরী হস্তক্ষেপ কামনা করছি।