১, পাক পবিত্র অবস্থায় মেছওয়াক ও অযু করে কোরআন তিলাওয়াত করবে
২, কোন কিছুতে হেলান দিয়ে বা কোরআনুল কারিমের উপর ভর দিয়ে বসবে না
৩, কোরআনুল কারিম রেহাল, বালিশ, টেবিল, বা কোন উচ্চ জায়গায় রাখবে নামাজে বসার ন্যায় বসবে
৪, আল্লাহর দিকে মন রুজু করে নিবে
৫, আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পূর্ণ পড়ে তিলাওয়াত শুরু করবে
৬, কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবে
৭, মুখস্ত করার উদ্দেশ্য না থাকলে অন্য কিতাবের ন্যায় তাড়াতাড়ি পড়বে না
৮, তারতিলের সাথে সুন্দর করে পড়বে
৯, অর্থ বুঝে পড়ার চেস্টা করবে
১০, একমাত্র আল্লাহর খুশি করার জন্য পড়বে
১১, কোন মানুষকে দেখানোর জন্য কোরআন পড়লে সওয়াব হবেনা
১২, অন্য লোকের কস্ট বা অসুবিধা হলে আস্তে আস্তে পড়বে
১৩, সিজদার আয়াত পাঠ করলে সাথে সাথে আল্লাহ আকবার বলে সিজদা করবে
১৪, কোরআন তিলাওয়াতের সময় হাসি তামাশা করবে না
১৫, কোরআনুল কারিম কে খুব সম্মান ও তাজিম করবে কোরআনের দিকে পা ছড়িয়ে শোয়া ও বসা জাবেনা