নাটোরের সিংড়ায় আশরাফুল এমপি স্মৃতি সংসদের আয়োজনে সাবেক এমপি মরহুম আশরাফুল ইসলামের ৩০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় সিংড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশরাফ এমপি স্মৃতি সংসদের সভাপতি মোঃ তাজুল ইসলাম রিপন। সিংড়া পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম সাগরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম,ইটালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলটন আহমেদ মিঠু,অগ্রগতি ক্লাবের সভাপতি শেখ তিতুমীর প্রমুখ। বক্তারা বলেন,মরহুম আশরাফুল ইসলামই ছিলেন মাটি ও মানুষের নেতা। প্রকৃত চলনবিলেন সন্তান। তিনি ছিলেন বঙ্গবন্ধুর একজন আস্থাভাজন মানুষ। আলোচনা শেষে মরহুমের আত্বার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
CBALO/আপন ইসলাম