রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

ই-পেপার

শেখ হাসিনা অবহেলিত চলনবিলবাসীকে উন্নত জীবন উপহার দিয়েছে- প্রতিমন্ত্রী পলক

সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৬ মার্চ, ২০২১, ১০:১৮ অপরাহ্ণ

সিংড়া প্রতিনিধি তথ্য ও প্রযুক্তি যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,আমরা চলনবিলবাসী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। কারন তিনি র্দীঘ দিনের উন্নয়ন বঞ্চিত,সন্ত্রাস কবলিত চলনবিলবাসীকে উন্নত জীবন উপহার দিয়েছেন। শনিবার বিকাল ৫টায় নাটোরের সিংড়া উপজেলার শহর বাড়ি কয়রা বাড়ি গ্রামের রাস্তা প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে সাব-মারসেল দ্বারা উন্নত কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথা গুলো বলেন।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, এই অবহেলিত চলনবিলে বিগত ১২ বছরে যে উন্নয়ন হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অতিতের ১০০ বছরেও কোন সরকার এতো উন্নয়ন করতে পারে নাই। আমরা আজ চলবিলবাসী গর্ব করে বলতে পারি আমরা চলনবিলের সন্তান। আগে চলবিলবাসীকে কেউ চিনত না। কোন জেলায়,কোন উপজেলায় এসব প্রশ্নের উত্তর শেষে চলবিল বলতে হতো। এখন চলনবিলকে সারা বিশ্বের মানুষ চিনেন। কারন চলনবিল এখন উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত লাভ করেছে। আসন্ন ইউপি নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে অনেকেই মনোনয়ন চাইবেন কিন্তু মনে রাখতে হবে নৌকার মনোনয়ন যে পাবে আমরা তারই নির্বাচন করবো।

 

কারন আমাদের উন্নয়নের চলমান কাজ গুলো যেন বাধাগ্রস্থ না হয় অব্যাহত থাকে। এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা,তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আ,লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সরফনেওয়াজ বাবু,তাজপুর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ,তাজুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হানিফ প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর