তাড়াশ উজেলায় বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নাওগা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছা:লতার বেগমের বিরুদ্ধে। এছাড়া টাকা ছাড়া কোনো কার্ড করে না দেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
তাড়াশ উপজেলার নাওগা ইউনিয়নের মহেশরৌহালী গ্রামের বিধবা আমিনা বেওয়া বলেন, স্বামী মারা যাওয়ার পর ছেলেমেয়ে নিয়ে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছি। স্বামী মারা যাওয়ার পর সংসারে উপার্জনের কেউ নেই। মেম্বরনী লতাকে অনেক অনুরোধ করে 8000 হাজার টাকার বিনিময়ে একটি বিধবা ভাতার কার্ড করে দেওয়ার কথা বলেন।আমার কাছ থেকে 8000 টাকা নেওয়ার পর আমাকে আর কাড করে দেয়নি। শেষে আমি নিরুপায় হয়ে ইউএনও স্যারের কাছে যাই।
এদিকে টাকার বিনিময়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড করে দেয়ার অভিযোগ রয়েছে ইউপি সদস্য লতার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য লতা টাকা নেয়ার কথা অস্বীকার করেন।
CBALO/আপন ইসলাম