ধোবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার চন্দকোনা গ্রামে শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে । স্থানীয়রা জানান , চন্দকোনা গ্রামের আব্দুর রশিদ ও কাসেম আলীর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।এই বিষয়ে আদালতে মামলাও চলমান।উক্ত বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে কাসেম আলী,আলাল,দুলাল সহ আরো কয়েকজন মিলে আব্দুর রশিদের বাড়িতে হামলা করে। এসময় তারা বাড়ি ঘর ভাংচুর করে এবং আব্দুর রশিদের স্ত্রী কে মারধর করে।এ ঘটনায় আহত আব্দুর রশিদের স্ত্রী কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এবিষয়ে আব্দুর রশিদ জানান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
CBALO/আপন ইসলাম