এ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা পবিত্র আল কোরআনের সুরা বনী ইসরাঈলের ৩২ নাম্বার আয়াতে কারীমায় ইরশাদ করেন : আর ব্যভিচারের (ধর্ষণের) নিকটেও যেয়ো না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খারাপ পথ। এছাড়াও এ ব্যাপারে পবিত্র হাদীস শরীফে এসেছে হযরত আনাস (রা:) হতে বর্ণিত তিনি বলেন হযরত রাসুল (সা:) ইরশাদ করেন যে মহিলা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে রমজানে রোজা রাখবে নিজের লজ্জাস্হানের হিফাজত করবে এবং স্বামীর অনুগত থাকবে সে মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। (মিশকাত শরীফ)
লেখক:-মাওলানা শামীম আহমেদ
সাংবাদিক,ইসলামি কলামিস্ট আলোচক বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা।
CBALO/আপন ইসলাম