স্বপ্ন যেমনই হোক, তা দেখার পর মানুষের রয়েছে কিছু করণীয়। ভালো স্বপ্ন দেখলে যেমন আল্লাহর প্রশংসা করতে হবে তেমনি খারাপ স্বপ্ন দেখলেও আল্লাহর সাহায্য কামনা করতে হবে। ভালো ও মন্দ স্বপ্ন দেখার পর মুমিনের একান্ত করণীয় হলো-
ভাল স্বপ্ন দেখলে-
১. ‘আলহামদুলিল্লাহ’ পড়া।
২. স্বপ্নে পাওয়া সুসংবাদ গ্রহণ করা।
৩. প্রিয় ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলা।
৪. যে ব্যক্তি স্বপ্ন সম্পর্কিত ভালো জ্ঞান রাখে তার কাছে স্বপ্নের কথা প্রকাশ করা।
৬. ভালো স্বপ্ন দেখার শুকরিয়াস্বরূপ বেশি বেশি দান করা।
মন্দ স্বপ্ন দেখলে-
১. ‘আউজুবিল্লাহি মিনাশ শায়ত্বানির রাঝিম’ ৩বার পড়া।
২. বাম দিকে তিন বার থু থু ফেলা।
৩. স্বপ্ন দেখার পর পার্শ্ব পরিবর্তন করে ঘুমানো।
৪. কারও কাছে স্বপ্নের কথা প্রকাশ না করা।
৫. স্বপ্নে দুর্দশা থেকে মুক্ত থাকতে গরিবদের বেশি বেশি দান করা। আর এ দোয়াটি পড়া-
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইক্বাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াত্বিনি ওয়া আঁই-ইয়াহ্দুরুন।’ (তিরমিজি, আবু দাউদ)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে স্বপ্নে ইঙ্গিতে প্রতি যথাযথ খেয়াল রাখার তাওফিক দান করুন। আমিন।
CBALO/আপন ইসলাম