সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
বাংলাদেশের সবচেয়ে বড় ঘড়ি নাটোরে অবস্থিত হওয়ায় তা নাটোরের গৌরব বাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন নাটোরের ঐতিহ্যবাহী দিঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তারা গণভবনের দর্শনীয় ঘড়িটির একাংশ ঘর্ণিঝড় আম্পানের প্রভাবে ভেঙ্গে যায়। রাজধানীর বাইরে দেশের একমাত্র রাষ্ট্রীয় অতিথি ভবন যা প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে তার দপ্তরের অধিন রয়েছে।
দেখভালের দায়িত্ব পালন করে নাটোরের জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ। ২০ মে ঘূর্নিঝড় আমপানের আঘাতে ঘড়িটির একাংশ ভেঙ্গে গেলেও নজরে পড়েনি সংশ্লিষ্ট কারো।গণভবনের প্রধান ফটকের ঘড়ির একাংশ ভাঙ্গা দেখে শনিবার রাতে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনে স্থানীয় মিডিয়া কর্মিরা।
আজ রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ গণভবন পরিদর্শন করে ঘড়িটি দ্রুত মেরামত করতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন। জেলা প্রশাসক জানান,ঘূর্নিঝড় আম্পানের আঘাতে ঘড়িটির একাংশ ভেঙ্গে যায় কিন্তু সেটি এখনো চালু রয়েছে।