পাবনার চাটমোহরে সাফল্যের মুখ দেখছে আমার বাড়ি আমার খামার প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপজেলার ১১ ইউনিয়নের ও একটি পৌর সভায় প্রায় ১৬হাজার পরিবারের মধ্যে প্রায়১১হাজার পরিবার আত্মনির্ভরশীল হয়েছে। আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাধ্যমে দারিদ্রতাকে জয় করা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যার ঐকান্তিক প্রচেষ্টায় দরিদ্র মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে, যে সল্প সময়ে চাটমোহরে এসে উন্নয়নের এক বিপ্লব সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন, চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ সৈকত ইসলাম। তার সার্বিক সহযোগিতায় প্রকল্পটি সাফল্যের মুখ দেখেছে এবং যার অক্লান্তকর্মের মধ্যে চাটমোহর বাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি হলেন, চাটমোহর পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মোঃ খলিলুর রহমান। ছাইকোলা সবুজ পাড়া গ্রামে সবুজ হোসেন বিপ্লব আমার বাড়ী আমার খামার থেকে ঋণ নিয়ে ব্রয়লার মুগীর র্ফাম করে আজ তিনি সফলতার স্বাবলম্বী হয়েছেন। মোঃ মাহাতাব হোসেন খৈরাশ বাজার সমিতি মধ্যেমে ঋণ নিয়ে ছাগল, হাঁস, মুরগি, কবুতর পালন করেছেন, এখন তার ছাগলের সংখ্যা প্রয় ২১ টা। সে স্বাবলম্বী হয়ে তার ছেলে কে সে স্কুলে খরচের পাশা পাশি পরিবারের সকল চাহিদা মেটাতে পেরে সে অনেক খুশি। পার্শ্বডাঙ্গার মোঃ সিদ্দিকুর রহমান, আমার বাড়ী আমার খামার থেকে ঋণ নিয়ে গরু খামার গড়ে তুলেছেন। মূলগ্রামের বিজয় কুমার করেছের মটর সাইকেলের মেরামতের দোকান, হরিপুরে, স্বাবলম্বী হয়ছেন রিকাত সুমন।
মথুরাপুর গ্রামে হাবিবুর রহমান খামার থেকে ঋণ নিয়ে একটি মুদি দোকানও দিয়েছেন এখন স্বাবলম্বী। বিশেষ করে ছাইকোলা গ্রামের পর্ব পাড়া সমিতির সাইদুল ইসলাম,খামার থেকে ঋণ নিয়ে গড়ে তুলেছেন র্নাসারী,যা উপজেলা র্নিবাহী অফিসার তা সরেজমিনে পরিদর্শন করেন, তিনি আরও জানান, ‘এখানে থেকে ঋণ নিলে বেশি সুদ দিতে হয় না। মাসে বা বছরে এককালীন ঋণ পরিশোধের সুবিধা থাকায় আমরা উপকার পেয়েছি।’ মাঠসহকারী আব্দুল আলিম আব্দুল্লাহ এর সহযোগিতায় ডি বি গ্রাম ইউনিয়নের ধানবিলা গ্রামের আলতাফ মেম্বার গড়ে তুলেছেন মুরগীর খামার ‘একটি বাড়ি একটি খামার থেকে তিনি যে উপকার পেয়েছেন তা বলার মত নয়। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে বিভিন্ন কাগজপত্র, সুদ, ঘুষ দিতে হয়। আর আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক থেকে তিনি সহজ শর্তে দুফায় ৪০ হাজার ঋণ পাওয়া যায়। ফৈলজানার কুয়াবাসী গ্রামের আব্দুস সামাদ মাষ্টার বলেন, ‘তিনি একটি বাড়ি একটি খামার থেকে ঋণ নিয়ে প্রথমে একটি গরু কেনেন।
সেই গরু বিক্রি করে উন্নতজাতের কয়েকটি গরু কিনেছেন। এ সমিতি থেকে তিনি লাভবান হচ্ছেন। গ্রামের প্রায় ৪৯ব্যক্তি এ সমিতি থেকে ঋণ নিয়ে বিভিন্ন কাজ করে স্বাবলম্বী হয়েছেন।’ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান জানান ইউএনও’ স্যার সার্বিক সহযোগিতা করেন ও আমিনুল ইসলাম ফিল্ড সুপারভাইজার ও ১৯ জন মাঠ সহকারী, ও একজন ক্যাশিয়ার সুমন কুমার শীল ও কম্পিউটার অপারেটর রাইসুল ইসলাম , অফিস সহায়ক আমির হামজা ও সমন্বয়কারীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমার বাড়ি আমার খামার প্রকল্পও পল্লী সঞ্চয় ব্যাংক চাটমোহর শাখাটি সাফল্য।
CBALO/আপন ইসলাম