মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

ওদের খুব ভয় পাই: স্বস্তিকা

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ণ

ভারতে ভোটের আগে দলবদলের রাজনীতি চলছে। আর টালিউড পাড়ায় তারকাদের সক্রিয় রাজনীতিতে যোগদানের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিকে তৃণমূলে যোগ দিয়েছেন সৌরভ দাস, কৌশানি মুখার্জি, দীপঙ্কর দে, ভরত কলের মতো তারকারা।

এমন পরিস্থিতিতে খুব ভয়ে রয়েছেন স্বস্তিকা মুখার্জি। টুইটারে এসব কথা নিজেই জানিয়েছে তিনি। লিখেছেন, দয়া করে আমাকে কারও দলের সঙ্গে যুক্ত করবেন না। আমি ওদের বড্ড ভয় পাই!

একই রেশ ধরে আরও একটি টুইট করেছেন স্বস্তিকা। সেখানে আবার লিখেছেন, রেঞ্জ মাপার যন্ত্র নেই তার উপর আবার রিজিওনাল। পুরোটাই লস হয়ে গেল! একথা লিখে আবার হাসির ইমোজি দিয়েছেন এই অভিনেত্রী।

কেন এমন টুইট করেছেন স্বস্তিকা মুখার্জি? ভুক্তরা মনে করছেন, বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউতকে বিদ্রূপ করে এই টুইট দু’টি করেছেন টালিউড পাড়ার এই অভিনেত্রী।

উল্লেখ্য, কঙ্গনার প্রোফাইলের নাম আগে ছিল ‘টিম কঙ্গনা রানাউয়াত’। পরে তা পাল্টে ফেলা হয়। তবে এখনও প্রোফাইলের নীচে ‘কঙ্গনা টিম’ লেখা। সেই প্রেক্ষিতেই হয়তো ‘টিম’ শব্দটির উল্লেখ করেছেন স্বস্তিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর