শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

ই-পেপার

জামালপুরের মেলান্দহ পৌর নির্বাচনেকে সামনেরেখে বিশাল নৌকার পক্ষে সিএনজি মিছিল

কামরুজ্জামান কানু, জামালপুর:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৭:১২ অপরাহ্ণ

জামালপুর জেলার মেলান্দহ পৌরসভা নির্বাচনেকে সামনে রেখ নৌকার পক্ষে (আলহাজ্ব শফিক জাহেদী রবিন নৌকা প্রতিক) প্ররচারে আজ ১১-ফেব্রুয়ারি সকাল ১০টায় পাচ শতাধীক সিএনজির মিছিল হয়েছে। সিএনজি মেলান্দহ পৌরশহরের শহরের ১-হতে-৯- নং ওয়ার্ড প্রদক্ষিণ করে। পরে মিছিল টি মেলান্দহ সিএনজি ষ্টান্ডে সমাপ্তি হয়েছে। মিছিল শেষে মেলান্দহ উপজেলা জাতীয় শ্ররমিকলীগের সাধারন সম্পাদক রন্জু মোল্লা ও শহর শ্রমিকলীগের সভাপতি এক বক্তব্যে বলেন আগামী ১৪-ফেব্রুয়ারি নৌকার জয় নিশ্চিত।  উক্ত নৌকার মিছিল টি পরিচালনা করেন জাতীয় শ্রমিকলীগ মেলান্দহ উপজেলা শাখার সাধারন সম্পাদক রন্জু মোল্লা ও রবিজুল ইসলাম সভাপতি জাতীয় শ্রমিকলীগ মেলান্দহ শহর শাখা। প্রকাশ থাকেযে আগামী ১৪–ফেব্রুয়ারি মেলান্দহ পৌরসভা নির্বাচন অনুষ্টিত হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর