কে,এম আল আমিন :
সিরাজগন্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জনাব জেড জেড তাজুল হুদা ও এএসআই রায়হান আলী সহ রায়গন্জে মোট ৪ জন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীর।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমুর রহমান বলেন, রায়গঞ্জে মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা ও একই থানার এএসআই রায়হান সহ অন্য ২ জন ঢাকা ফেরত গার্মেন্টসকর্মী। তাদের একজন সুবর্ণগাতী গ্রামের হারুন মাস্টারের ভাই সুইট এবং পাঙ্গাসী ইউপির গ্রাম পাঙ্গাসী গ্রামের মনিরুজ্জামান।
বর্তমানে তারা স্বাভাবিক অবস্থায় আছেন। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে আইসোলেশন সেন্টারে রাখা হবে বলে তিনি জানান। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় করোনা রুগির সংখ্যা দাঁড়াল মোট ৩৮ জনে।