শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ দুইজন করোনায় শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট পাঁচ পুলিশ সদস্যসহ সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৬ জনে। শুক্রবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবির। আক্রান্তরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার পুলিশ সদস্য (কনস্টেবল) নিতাই চন্দ্র সাহা ও শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের কামালপুর গ্রামের মানিক।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে চার জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে এক পুলিশ সদস্যসহ দুই জনের করোনা পজিটিভ হলেও বাকী দুই জনের ফলাফল নেগেটিভ এসেছে। তিনি আরও বলেন, আক্রান্ত পুলিশ সদস্যকে নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শাহজাদপুরের খুকনী ইউনিয়নের কামালপুর গ্রামের আক্রান্তের বাড়ী ও আশে পাশের সব বাড়ী লক-ডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ব্যাক্তি তার বাড়ীতে থেকেই চিকিৎসা গ্রহণ করবেন।
প্রতিবেশী ও এলাকাবাসীকে লক-ডাউন এলাকা এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। জেলায় মোট ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩ জন বলেও জানান তিনি।