গাজীপুরের টঙ্গীতে সেশনজট নিয়ে এসএসসি পরীক্ষা নয় ও অটো পাশের দাবি জানিয়েছে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১২টায় কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধনে টঙ্গীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থীরা এ দাবি জানায়। পরে পুলিশ গিয়ে বুঝিয়ে তাদের রাস্তার পাশ থেকে সরিয়ে দেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, শিক্ষামন্ত্রী ২০২১ সালের জুন মাসে এসএসসি পরীক্ষা নেয়ার কথা জানিয়েছেন। করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতি খারাপ। বাংলাদেশেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে। পরীক্ষা দেয়ার আগে কেউ করোনায় আক্রান্ত হয় তাহলে আর পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। করোনা পজিটিভ হলে কোয়ারেন্টিনে থাকতে হবে। তখন সরকার বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নিতে পারছে না। পরীক্ষা না দিতে পারলে ফলাফল ‘ফেল’ আসবে। করোনাভাইরাসের কারণে একটি বছর পিছিয়ে পড়তে পারি। জুন মাসে পরীক্ষা শুরু হলে একমাস সময় লাগবে শেষ করতে, জুলাই ও আগস্ট মাস চলে যাবে ফলাফল পেতে। সেপ্টেম্বর ও অক্টোবর মাস চলে যাবে কলেজে ভর্তি হতে। এর ফলে প্রায় এক বছর সেশন জটে পরবো আমরা। আমরা এই সেশনজট চাচ্ছি না।
মানববন্ধনে শিক্ষার্থীরা আরো দাবি জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্রতি মানবিক আবেদন বিকল্প পদ্ধতিতে বিগত পিএসসি এবং জেএসসির ফলাফল মূল্যায়ন করে অটোপাশ করিয়ে আমাদের মানসিক দুশ্চিন্তা দূর করা হোক।
গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, এ বিষয়টি নিয়ে মন্ত্রণালয় সিন্ধান্ত নেবে।
CBALO/আপন ইসলাম