বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভিতে অনুষ্ঠিত ব্যাঙ্গল সিমেন্ট নিবেদিত জনপ্রিয় অনুষ্ঠান বাংলার গায়েন। যেটার গ্রাউন্ড ফিনাল অনুষ্ঠিত হলো আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী- ২০২১)।
প্রতিযোগিতায় হাজার প্রতিযোগীদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন হলেন- রাজশাহী বিভাগের পাবনা জেলার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের ছেলে মোঃ রাসেল মৃধা, তার পিতাঃ মৃতঃ সবুর মৃধা এবং মাতাঃ মোছাঃ মঞ্জুয়ারা বেগম।
রাসেলের মা রাসেলের কিশোর বয়স থেকে অন্ধ, রাসেলের ইচ্ছে ছিলো সে বাংলার গায়েন এর চ্যাম্পিয়ন হয়ে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা পেয়ে তার মায়ের চোখ অপারেশন করাবে আজ তার ইচ্ছে পূরণ হলো। সে বাংলার গায়েন এর চ্যাম্পিয়ন ট্রফি ও পাঁচ লক্ষ টাকা হাতে পেলেন।
বাংলার গায়েন এর চ্যাম্পিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে.এম. খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরটিভির ভাইরাস চেয়ারম্যান জনাব মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও সুরকার এস. আই. টুটুল, শওকত আলী ইমন ও ইবরার টিপু।
উপস্থিত ছিলেন- বাংলাদেশের স্বনামধন্য লেখক, সুরকার ও শিল্পীগণ। সকল গুনিজন রাসেলের ভবিষ্যত জীবনের মঙ্গল ও শুভ কামনা করেছেন।
CBALO/আপন ইসলাম