সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে সৌন্দর্য বিলাচ্ছে মাঠভরা হলুদ, সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা; কৃষকের মুখে হাসি সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম  দুর্ভোগে পথচারীরা বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা উদ্ভোধন সাতক্ষীরায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় ৪ দিন অতিবাহিত,আটক হয়নি সন্ত্রাসী রমজান বাহিনীর প্রধান দৌলতপুরে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন  অভয়নগরে সাবেক চেয়ারম্যান কামাল গ্রেফতার “ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ এর উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’” বীরগঞ্জে এ্যালামনাই এসোসিয়েশন সেমিনার অনুষ্ঠিত

১৭ মাস পর টেস্টে ফেরাটা কেমন হবে সাকিবের?

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৭ পূর্বাহ্ণ

কুঁচকির চোটে তার খেলা নিয়ে একটা ছোট্ট সংশয় ছিল। স্বয়ং হেড কোচ রাসেল ডোমিঙ্গো গতকাল (সোমবার) পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেননি, সাকিব আল হাসান খেলবেনই। তবে চট্টগ্রাম টেস্ট শুরুর ২৪ ঘন্টা আগে আজ ভার্চ্যুয়াল মিডিয়া ব্রিফিংয়ে টাইগার অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘আশা করি খেলবেন সাকিব ভাই।’

বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে ঘরের মাঠে, গত বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু টিম বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান টেস্ট খেলছেন না দীর্ঘদিন।

ইতিহাস ও পরিসংখ্যান জানাচ্ছে, সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে (৫ সেপ্টেম্বর) দেশের হয়ে টেস্ট খেলেছেন সাকিব। কাকতালীয়ভাবে সেটাও চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান।

বলার অপেক্ষা রাখে না, ২০১৯ সালের ২৮ অক্টোবর থেকে এক বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই সময়ে বাংলাদেশ যে খুব বেশি টেস্ট খেলেছে, তাও নয়।

করোনার কারণে গত বছর মার্চ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের সিরিজ, সফর ও আসর বন্ধ ছিল। এরপর গত বছর জুলাইতে তা চালু হলেও বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বেশ দেরিতে, এ বছরের জানুয়ারিতে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে বাংলাদেশ। আর আজ (মঙ্গলবার) রাতটুকু পার করে আগামীকাল থেকে আবার টেস্ট খেলতে নামবেন মুমিনুল, তামিম, মুশফিক, সাকিবরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট হবে ঠিক এক বছর পর টাইগারদের প্রথম টেস্ট। আর ‘চ্যাম্পিয়ন অলরাউন্ডার’ সাকিব টেস্ট খেলতে নামবেন ১৭ মাস পর। এ দীর্ঘ সময়ে সাকিব না খেললেও এর মধ্যে বাংলাদেশ ৪টি টেস্ট খেলে ফেলেছে।

এই ৪ টেস্টের মধ্যে তিনটিতেই হেরেছে টাইগাররা এবং সবকটায় ইনিংস পরাজয় ছিল সঙ্গী। তিন ইনিংস হারের দুটি ভারতের বিপক্ষে (২০১৯ সালের নভেম্বরে ইন্দোরে ইনিংস ও ১৩০ রানে পরাজয় এবং কলকাতায় ইনিংস ও ৪৬ রানে হার), একটি পাকিস্তানের বিপক্ষে (২০২০ সালের ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে ইনিংস ও ৪৪ রানে হার)।

সাকিব ছাড়া বাংলাদেশ শুধু একটি টেস্ট ম্যাচ জিতেছে। সেটা অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে হওয়া সেই ম্যাচে টাইগাররা জিতেছিল ইনিংস ও ১০৬ রানে। দারুণ এক ডাবল সেঞ্চুুরি (৩১৮ বলে ২০৩) উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মুশফিকুর রহীম।

এবার আর সাকিব ছাড়া নয়, পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ১৭ মাস পর এবারও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই আবার ব্যাট ও বল হাতে সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছেন সাকিব।

দেড় বছর আগে আফগানিস্তানের বিপক্ষে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের খেলা সর্বশেষ টেস্টে অবশ্য অভিজ্ঞতা সুখবর ছিল না সাকিবের। রশিদ খানের আফগান বাহিনীর কাছে ২২৪ রানের বিরাট ব্যবধানে হেরেছিল তার দল।

সাকিব নিজেও পারফর্ম করতে পারেননি। দুই ইনিংসে যথাক্রমে ১১ ও ৪৪ রান করা বিশ্বসেরা ঝুলিতে জমা পড়েছিল মোটে ৩ উইকেট। তবে সেই দিন তো গত হয়েছে। এক বছর পর ওয়ানডে সিরিজে মাঠে নামা সাকিবকে স্বরূপেই দেখা গেছে। হয়েছেন সিরিজসেরা পারফরমার।

সেই ছন্দ আর ফর্ম কি টেস্টেও টেনে আনবেন সাকিব? সাগরিকায় কি ‘সাকিব-শো’ দেখা যাবে? আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা। উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর