রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনার মধ্যেও জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামে অতিগোপনে দশম শ্রেনীর ছাত্রীর (১৫) বাল্যবিয়ের আয়োজন করা হয়েছিলো। খবর পেয়ে ইউএনও’র নির্দেশে থানা পুলিশ ওই বিয়ে পন্ড করে দিয়ে কিশোরীর চাচাকে আটক করেন।
বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদের পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ইব্রাহিমকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ওই স্কুল ছাত্রীর বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেওয়া হবেনা মর্মে মুচলেকা রাখা হয়েছে।
সূত্রমতে, ওই গ্রামের আব্দুল আজিজের কন্যা স্কুল পড়–য়া ছাত্রীর (১৫) সাথে পাশ্ববর্তী আব্দুল হাকিমের পুত্র ভাড়ায় মোটরসাইকেল চালক কামরুল ইসলামের বৃহস্পতিবার দুপুরে অতিগোপনে বিয়ের আয়োজন করা হয়েছিলো।