শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

জামালপুরের দেওয়ানগঞ্জে পৌর নির্বাচনে নৌকা মার্কা পেলেন ফারিন হোসেন

কামরুজ্জামান কানু,জামালপুর: 
আপডেট সময়: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৩৯ অপরাহ্ণ

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাবেক দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইস্তিয়াক হোসেন দিদার এর সহধর্মীনী ফারিন হোসেন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের পৌর নির্বাচনে মেয়র পদে লড়বেন তিনি।

শনিবার দুপুরে প্রার্থী ঘোষণার পর পরই আনন্দে মেতে ওঠেন তার কর্মী ও সমর্থকরা।

ফারিন হোসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। তার আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আগামী পৌরসভা নির্বাচনে সব ভেদাভেদ ভুলে দলীয় নেতা-কর্মীরা নৌকাকে বিজয়ী করবে। দেওয়ানগঞ্জ পৌরসভার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য তিনি আবারো সবার কাছে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে পৌরবাসীর প্রতি অনুরোধ করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর