শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে পাবনা পৌরসভা নির্বাচন: বেসরকারি ভাবে আ.লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ উদ্দিন প্রধান জয়ী

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১, ১০:০৩ অপরাহ্ণ

পাবনা পৌরসভা নির্বাচনে নারিকেল মার্কা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শরীফ উদ্দিন প্রধান জয়ী। পাবনা পৌরসভা নির্বাচনে আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শরীফ উদ্দিন প্রধান নারিকেল মার্কা প্রতীক নিয়ে ২৭৯৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী মুর্তজা বিশ্বাস, বাংলাদেশ আ.লীগ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৮৪৭ ভোট। নুর মোহাম্মদ মাছুম বগা বাংলাদেশ জাতীয়তা বাদি দল. বিএনপি ধানের শীর্ষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫০৪ ভোট। আবু বক্কও সিদ্দীক ইসলামী বাংলাদেশ হাত পাখা মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৫৯ ভোট । চৌধুরি মোহাম্মদ মাহবুবুল হক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৬ ভোট । পাবনায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে শেষ হয়েছে পৌরসভা নির্বাচন। সকাল থেকেই উৎসব মুখোর পরিবেশে লম্বা লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে ভোটারদের। আনন্দ ঘন পরিবেশে ভোট দিয়েছেন ভোটার’রা। শান্তিপূর্নভাবে প্রথম ভোট দিতে পেরে আনন্দিত ছিলো নতুন ভোটাররাও।

 

নির্বাচনে ভোট দিতে আসা অন্যান্য ভোটাররা জানান নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন তারা। সকাল থেকেই কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো ভোট গণনার সময়েও প্রশাসন ছিলো কঠোর অবস্থানে। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোন ধরনের নাশকতা এরাতে প্রশাসন ছিলো প্রস্তুত। উল্লেখ্যে পাবনা পৌর সভায় এবার ৩৯ টি কেন্দ্রে ১,১২,২৪৪ (এক লক্ষ্য বার হাজার দুইশত চুয়াল্লিশ) জন ভোটার ছিলো। মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৫ জন, কাউন্সিলর পদে ছিলেন ৬৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর