ভোট কেন্দ্রে বিভিন্ন অনিয়ম কারচুপির অভিযোগে তৃতীয় ধাপে বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানেরশীষ মার্কার মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান ভোট বর্জন করেছেন।
শনিবার বিকেলে বিজয়পুরস্থ নিজ বাড়ীতে ভোট কেন্দ্রের বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এসময় বিএনপি দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী মো. হারিছুর রহমান জানান, বিএনপি’র প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন। ভোট অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। বিএনপি’র ভরাডুবি হওয়ার আশংকায় এসব মিথ্যে অভিযোগ রটাচ্ছে।
CBALO/আপন ইসলাম