তৃতীয়ধাপে জেলার গৌরনদী ও মেহেন্দীগঞ্জ পৌরসভা নির্বাচনে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে নজীরবিহীন নিরাপত্তায় অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ।
তীব্র শীতকে উপেক্ষা করে শনিবার সকাল থেকেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে ভোটারদের। এরমধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। সকাল নয়টার দিকে ৮নং ওয়ার্ডের দিয়াশুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকার মার্কার প্রার্থী মোঃ হারিছুর রহমান ভোট দেয়ার পর জয়ের ব্যাপারে শতভাগ বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
অপরদিকে সরকারী লোকজনের সহায়তায় ভোটে ব্যাপক অনিয়ম-কারচুপির অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী মোঃ জহির সাজ্জাদ হান্নান শরিফ। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে নয়টি ওয়ার্ডে নয়জন ম্যাজিষ্ট্রেট, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। সর্বত্র নির্বাচনী পরিবেশ উৎসবমূখর অবস্থায় ছিল।
CBALO/আপন ইসলাম