তৃতীয় ধাপে আজ টাঙ্গাইলের ৫ টি পৌরসভা টাঙ্গাইল, মধুপুর, ভূঞাপুর, মির্জাপুর ও সখিপুরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
শীতের সকালকে উপেক্ষা করে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে বাড়ছে উৎসুক ভোটারদের উপস্থিতির সংখ্যা।
নির্বাচনে মেয়র পদে ৫ টি পৌরসভায় ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ-বিএনপি ছাড়াও দুই জন স্বতন্ত্র ও একজন জন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী রয়েছেন। এছাড়াও সাধারন কাউন্সিলর পদে ৫৪ টি ওয়ার্ডে ২০৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ২ লাখ ৩১ হাজার ৮৩৯ জন ভোটার ৯৩ টি ভোট কেন্দ্রে ৬৩৩ টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ প্লাটুন বিজিবি ও ১০ টি র্যাবের টহল টীমসহ কেন্দ্রে প্রয়োজনীয় সংক্ষক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
CBALO/আপন ইসলাম