মতিন সরকার,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে বসতঘর, আসবাবপত্র, ধান ও চাল, নগদ টাকাসহ হাসঁ পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামবাসীর প্রায় দুঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। বুধবার রাত ১টার দিকে উপজেলার তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের রমজান আলীর ছেলে সাজেদুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডের কারনে হাস ব্যবসায়ী সাজেদুলের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ খবর পেয়ে তাৎক্ষনিক সেই বাড়িতে ছুটে যান তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ।
আগুনে পোড়া নি:স্ব হয়ে যাওয়া পরিবারের পাশে দাড়ান ও নগদ আর্থিক সহযোগীতা করেন চেয়ারম্যান বাবুল শেখ। হাঁস ব্যবসায়ী সাজেদুল জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বুধবার রাত ১টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়ে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করে উঠি। এ সময় গ্রামবাসীরা এগিয়ে এসে তাদের প্রায় দুঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এরমধ্যে আমার একটি টিনের ঘর পুড়ে শেষ হয়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা আসবাবপত্র, ধান ও চাল, নগদ টাকাসহ দুই খাচি হাসঁ পুড়ে ছাই হয়ে যায়।
এখন আমি নি:স্ব কারন আমার কিছু হাসঁ বিক্রীর টাকাও আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে। এ ব্যাপারে তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ জানান, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর আগুনে বসতঘর, আসবাবপত্র, ধান ও চাল, নগদ টাকাসহ হাসঁ পুড়ে যাওয়া আর তার স্বপ্ন শেষ হয়ে যাওয়া একই কথা। আমি খবর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিক নগদ অর্থ সহায়তা করি।