রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচনে নির্বাচনী ইশতেহার ঘোষনার মধ্যে দিয়ে মেহনতি মানুষের প্রতীক কোদাল মার্কার প্রচারনা শুরু করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান রানা।
আজ ২৭ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কার্যালয়ে হাসপাতাল এলাকায় এ ইশতেহার ঘোষনা করেন। এর আগে সকাল ১১টায় জেলা নির্বাচন কার্যালয় থেকে তার দলীয় কোদাল প্রতীক সংগ্রহ করেন। প্রতীক পাওয়ার পরই তিনি নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আবুল হাসেম, সহ সভাপতি তপন জ্যোতি চাকমা, মেয়র প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট নির্মল বড়–য়া মিলন, রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০২১ এর নির্বাচনী মিডিয়া পার্সন জুঁই চাকমা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা সদস্য পলাশ রায় চৌধুরৗ, বিশাল চাকমা, নিহার বিন্দু চাকমা, মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান রানার মা মনোয়ারা বেগম, রানার ছোট ভাই মো. হান্নানসহ কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
মো. আব্দুল মান্নান রানার নির্বাচনী ইশতেহার ঘোষনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ সরাসরি সম্প্রচার করেন নিহার বিন্দু চাকমা। এসময় রাঙামাটি জেলার জৈষ্ঠ্য সাংবাদিক চৌধুরৗ হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
ইশতেহার ঘোষনা শেষ করে তিনি রাঙামাটি হাসপাতাল এলাকায় দলীয় নেতা কর্মীদের নিয়ে প্রচারনা করেন এবং ভোটারদের মাঝে কোদাল মার্কার লিফলেট ও নির্বাচনী ইশতেহার বিতরনের মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করেন।
উল্লেখ্য, আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কার প্রার্থী মো. আব্দুল মান্নান রানাসহ মোট পাঁচ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন। অন্যান্য প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী মো. মামুনুর রশিদ-ধানের শীষ, জাতীয় পার্টি-এরশাদ মনোনীত প্রার্থী প্রজেশ চাকমা (লাঙ্গল), আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরী (নৌকা) ও ¯^তন্ত্র প্রার্থী অমর কুমার দে (মোবাইল) প্রতীকে আগামী ১৪ ফেব্রুয়ারী ভোটযুদ্ধে লড়াই করবেন।