মোঃ এনামুল হক বাদশা,সিংড়া নাটোরঃ
নাটোরের সিংড়ার শহরবাড়ীর গ্রামের উজ্জল(৩৫) নামের এক খামারীর ট্রাক উল্টে প্রায় ৭শত হাঁসের প্রাণহানি ঘটেছে। জানা যায়,বৃহস্পতিবার দুপুরে তারাশের হানীর হাট থেকে সিংড়ার দূর্গাপুর বাজারের উদ্দেশ্য একটি মাধারী ট্রাকে ১৬শত হাঁস নিয়ে রওনা দেয়।রানীর হাট টু দূর্গাপুরের নিকটে একটি খাদে চালক নিয়ন্ত্রন হাড়িয়ে ট্রাকটি উল্টে যায় খাদে,ঘটনাস্থলে সেখানেই ৭০০টি হাঁসের প্রাণহানি ঘটে।প্রতিটি হাঁসের মূল্য ৪০০টাকা।
এতে প্রায় ঐ ব্যবসায়ীরর প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খামারী উজ্জল বলেন,গত দুই সপ্তাহ আগে তারাশ থেকে ১৬’শত হাঁস গড় প্রতিপিচ ৪শত টাকা করে কিনেছিলাম,ইতিমধ্যে হাঁসগুলো ডিম দিতে শুরু করেছিলো।ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম কিন্তু আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।