শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১, ৮:০৫ অপরাহ্ণ

মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
“আশ্রয়নের অধিকার শেখ হাসিনা উপহার” এই প্রতিপাদ্য বিষয়কে ধারন করে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকার ভোগীদের কাছে হস্তান্তর করেন। সারা দেশের ন্যায় পাবনার আটঘরিয়া উপজেলায় ৮৫টি উপকার ভোগীদের কাছে ঘরের চাবি ও জমির দলিলপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন।
এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া থানার অফিসার্স ইনচার্জ ওসি আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম, কাননগো হাবিবুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্ত রাজু আহমেদ এর সঞ্চালনায় উপকার ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন আজিলা খাতুন, মোহাম্মদ আলী, রুবেল হোসেন।

আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার, দেবোত্তরন ইউপি চেয়ারম্যার আবু হানিফ মো: মোঈাইমিনলু হোসেন চঞ্চল, চাঁদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার, উপজেলা স্বাস্থ্য প: প: ডা. রফিকুল হাসান, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা রোখসানা কামরুনাহার, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুধীজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপকার ভোগী আজিলা খাতুন, মোহাম্মদ আলী, রুবেল হোসেন সহ অনেকেই জানান, আমার ভিটে জমি কিছু না থাকায় যেখানেই রাত, সেখানেই কাত’ অবস্থা তাদের। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্যোগ পাল্টে দিয়েছে এদের দু:খ দূর্দশার জীবনের চিত্র। ঘর পেয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। গতকাল শনিবার তাদের স্থায়ী ঠিকানা নতুন ঘরে। ফলে এসব পরিবারে বইছে আনন্দের বন্যা। তবে প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর