মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া, প্রতিনিধি:
মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় তৈরি করা হয়েছে। আজ সারা দেশের জেলা ও উপজেলায় নির্মিত এসব ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এক যোগে হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। সে অনুযায়ী পাবনার ভাঙ্গুড়ায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ১০টি পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।একটি ঘর দিয়েছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ মোট ১১ টি ঘর ও জমি প্রদান করা হয়েছে।
শনিবার (২৩জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ৬৬হাজার ১শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান এবং ৩ হাজার ৭শত ১৫ পরিবারকে জমিসহ পুনর্বাসনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে ১১টি পরিবারের মাঝে ভূমি ও গৃহ প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকীবিল্লাহ ও পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল ।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হাবিব, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ মশফিকুল হাসান,পাবনাজেলা পরিষদের সদস্য মোছা: গুলশানারা লিপি, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মো: মাহবুব-উল-আলম ও ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো:আবদুল খালেকসহ উপজেলা প্রত্যেক দপ্তরের কর্মকর্তা কর্মচারি।
CBALO/আপন ইসলাম